3rd Convocation of Leading University is going to be held on 20 March 2019.
লিডিং ইউনিভার্সিটি তৃতীয় সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে। পাঁচ হাজারেরও অধিক গ্রাজুয়েট নিয়ে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তন হবে উৎসবমুখর, হবে দৃষ্টিনন্দন এবং হবে অ্যালামনাইদের সর্ববৃহত মিলনমেলা। ফল সেমিষ্টার-২০১২ থেকে ফল সেমিষ্টার-২০১৭ পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন/মাস্টার্স সম্পন্নকারী সকল গ্রাজুয়েট বিজ্ঞাপনে উল্লিখিত app এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।